Posts

Showing posts from July, 2019

নির্বাচনে জেতার জন্য প্রিয় বন্ধু মোদীর সাথে দেখা করতে ভারতে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানইয়াহু Weather News in Bangla

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু (Benjamin Netanyahu) নির্বাচনের ঠিক আট দিন আগে প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী (Narendra Modi) এর সাথে দেখা করতে ৯ সেপ্টেম্বর এক দিবসিয় ভারত সফরে আসছেন। ইতিহাস গড়ে ইসরাইলে সবথেকে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু (Benjamin Netanyahu) রাজনৈতিক জীবনের সবথেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী আগামী ৯ সেপ্টেম্বর মাত্র কয়েক ঘণ্টার জন্য ভারতে আসছেন। ওই কয়েক ঘণ্টার মধ্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন। সাক্ষাতের সময় এখনো কোন গুরুত্বপূর্ণ বৈঠক নেই, কিন্তু আগামী দিনে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে দুই দেশের মধ্যে। সংবাদ সংস্থা PTI অনুযায়ী, দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে একটি ব্যাবসায়িক বৈঠক হতে পারে। চলতি বছরের মে মাসে ইসরায়েলের সাংসদেরা সংসদ ভঙ্গ করার পক্ষে ভোট দেন। ভোটাভুটির পর নেতানইয়াহু সরকার গড়তে অক্ষম হন। আর এরপর প্রধানমন্ত্রী আগামী ১৭ সেপ্টেমবর এক অভূতপূর্ব সাধারণ নির্বাচন করানোর সিদ্ধান্ত নেন।  Weather News in Bangla  কিছু রাজনৈতিক বিশ্লেষক অনুযায়ী, শুধুমাত্র নির্বাচনী

১০ জন আদিবাসীর গণহত্যার ক্ষেত্রে অভিযুক্ত ব্যাক্তি বেরিয়ে এলো এক সমাজবাদী পার্টির নেতা। Weather News Bengali

উত্তরপ্রদেশের সোনভদ্র আরো একবার খবরের শিরোনাম উঠে এসেছে। সোনভদ্রতে জমি বিবাদ নিয়ে ১০ আদিবাসীকে হত্যা করে দেওয়ার ঘটনা সামনে এসেছিল। এই নরসংহার নিয়ে বহুজন উত্তরপ্রদেশের যোগী সরকারের উপর অভিযোগ তুলেছিল। সপা, বসপা সহ বিরোধীরা যোগী আদিত্যনাথের উপর লাগাতার আক্রমন করছিল।   Weather News Bengali  কিন্তু এখন মামলা পাল্টে যেতে শুরু হয়েছে। কারণ যোগী প্রশাসন মামলার তদন্ত করে ঘটনার মুখ্য অভিযুক্ত যোগদত্ত গুর্জরকে গ্রেফতার করেছে। যোগদত্ত গুর্জরের গ্রেফতারির সাথে সাথে কিছু বড়ো তথ্যও সামনে চলে এসেছে। জানা যাচ্ছে, এই ব্যাক্তি অখিলেশ যাদবের পার্টির হয়ে কাজ করতো। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির নির্বাচনী প্রচারের জন্য এই ব্যাক্তি কাজ করতো। সোনভদ্রতে যে গ্রামে গণহত্যা করা হয়েছে এবং ১০ জন আদিবাসীকে হত্যা করা হয়েছে সেই গ্রামের প্রধান ছিল যোগদত্ত গুর্জর। হত্যাকাণ্ডের শিকার হরিশঙ্কর নামের এক স্থানীয় ব্যাক্তি জানান, তাঁর কাকা ও কাকিমা ও ছোটো ছেলেকে গুলি করে দেওয়া হয়েছে। হরিশঙ্কর জানিয়েছেন, যোগদত্ত গুর্জর এলাকায় অনকেদিন ধরে সমাজবাদী পার্টির হয়ে কাজ করছে। লোকসভায় সময়তেও এই ব্যাক্তি সমাজবাদী পার্টির হয়ে কাজ করেছিল

Chandrayaan 2ঃ আজ ইতিহাস গড়বে ISRO, আর সেটা দেখার জন্য ৭৫০০ জন করল অনলাইন রেজিস্ট্রেশন আজকের আবহাওয়া

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর ঐতিহাসিক মিশন চন্দ্রযান-২ (mission chandrayaan 2) এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। (ইসরো) ISRO এর প্রধান কে. সিবান জানান, রবিবার সন্ধ্যে ৬ঃ৪৩ থেকে চন্দ্রযান-২ এর উলটো গণনা শুরু হয়ে গেছে। এই উলটো গণনার সময় রকেট আর মহাকাশ যানের খুঁটিনাটি তথ্য ক্ষতিয়ে দেখা এবং রকেটের ইঞ্জিনের শক্তি প্রদানের জন্য ইন্ধনের যোগান দেওয়া হচ্ছে। আজ সোমবার দুপুর ২ঃ৪৩ এ ইসরো-র চন্দ্রযান-২ সতীশ ধবন স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হবে। সোমবার দুপুরে চন্দ্রযান-২ কে নিয়ে যাওয়া ভারতের রকেট Geosynchronous Satellite Launch Vehicle- Mark III এর প্রেক্ষাপন দেখার জন্য ৭৫০০ জন মানুষ ইসরোতে অনলাইন নাম নতিভুক্ত করেছে। এই উৎক্ষেপণ দেখার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ নাম নথিভুক্ত করিয়েছে। আজকের আবহাওয়া  ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এর এক আধিকারিক সংবাদসংস্থা কে জানান, ‘ রকেটের উৎক্ষেপণ দেখার জন্য মোট ৭৫০০ জন অনলাইনে নাম নথিভুক্ত করিয়েছে।” ইসরো কিছুদিন আগেই দেশের সাধারণ মানুষদের রকেট লঞ্চ দেখার জন্য অনুমতি দিয়েছে। আর এর জন্য একটি গ্যালারীও বানানো হয়েছে। ওই গ্যালারী প্রায় ১০ হাজার মানুষকে

ভাই বোনের পবিত্র সম্পর্ককে করলো লজ্জিত! নিজের বোনকে নিয়ে পালিয়ে নিকাহ করলো এক ব্যাক্তি। আবহাওয়ার খবর

ভাই বোনের পবিত্র সম্পর্ককে নোংরামি মানসিকতা দ্বারা নষ্ট করে সমাজকে লজ্জিত করার ঘটনা সামনে এসেছে। ঘটনা বারেইল্লির, যেখানে এক ভাই তার বোনের সাথে নিকাহ করেছে। ভাই বোনের নিজের সম্মতির সাথে নিকাহ করেছে এবং সোহর ও বেগমে পরিণত হয়েছে। দু জনের বিরুদ্ধে পরিবারের লোকজন মামলা দায়ের করেছে। পুলিশ পরিবারের চাপে দুজনকে হেফাজতে নিয়েছে। কিন্তু দুজনেই আর ভাই বোন হয়ে থাকতে রাজি নয়। সমাজ ও পরিবারের তরফ থেকে চাপের পরেও দুজনে নোংরা মানসিকতা থেকে বেরিয়ে আসতে রাজি নয়। দুই ভাই বোন মুসলিম সম্প্রদায়ের, ইসলামে চাচাতো, মামাতো ইত্যাদি ভাই বোনের মধ্যে বিয়ে ন্যায্যতা প্রাপ্ত। কিন্তু নিজের ভাই বোনের মধ্যে বিয়ে ইসলামে ন্যায্যতা প্রাপ্ত নয়। দুই ভাইবোন সমাজকে লজ্জিত করার সাথে সাথে ইসলামের অবমাননা করেছে, এই কারণে পরিবারের লোকজন মামলা দায়ের করেছে। বারেইল্লির কিলা নিবাসী এক মহিলার ২০ বছর আগে তালাক হয়েছিল। ওই মহিলা ও তার স্বামীর একটা ছেলে হয়েছিল।  আবহাওয়ার খবর  কিন্তু তালাকের পর স্বামী ছেলেটিকে নিয়ে চলে যায়। এরপর মহিলাটি অন্য একটা নিকাহ করে, সেই স্বামীর সাথে সংসার করার সময় মহিলার দুটি মেয়ে হয়। হটাৎ মহিলাটির মৃত্যু হলে, খবর ত

তৃণমূল জাতীয় দল না হলেই বা, তৃণমূল আন্তর্জাতিক দল, দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আবহাওয়া

সম্প্রতি কেন্দ্রের একটি রিপোর্টে প্রকাশ্যে এসেছে যে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জাতীয় দলের মর্যাদা হারাতে চলেছে। এবার থেকে তাঁদের নামের আগের থেকে সর্বভারতীয় তকমা কেড়ে নিয়ে শুধু ‘তৃণমূল কংগ্রেস” বলা হবে। শুধু তৃণমূলই না, রাজ্যর প্রাক্তন দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিএম) ও তাঁদের জাতীয় দলের তকমা হারাতে চলেছে।  আবহাওয়া  ভারতে মাত্র সাতটি দলের আছেই আছে জাতীয় দলের তকমা। যেসব দল গুলোর জাতীয় দলের তকমা আছে, তাঁরা হল ১) ভারতীয় জনতা পার্টি, ২) অল ইন্ডিয়া ন্যাশানাল কংগ্রেস, ৩) বহুজন সমাজ পার্টি, ৩) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ৪) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্ক্সবাদী), ৫) ন্যাশানাল কংগ্রেস পার্টি (এনসিপি), ৬) অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ৭) ন্যাশানাল পিপলস পার্টি (এনপিপি)। আজ কলকাতার ধর্মতলার সভা থেকে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করে বলেন, ‘যারা তৃণমূলকে আঞ্চলিক দলের তকমা নিতে চাইছে, তাদের বলি এই দলটি আগামী দিন আন্তর্জাতিক দলের মর্যাদা নেবে।” তৃণমূল নেত্রীর এই মন্তব্য নিয়ে বিদ্রুপ করেন বিজেপির নেতারা। বিজেপি নেতৃত্ব দাবি তারা তৃণমূল জাতীয় দলের তকমা হারাবে কার

ফেসবুকে স্বগর্বে নিজেকে জইশ-ই-মুহাম্মদ এর সদস্য বললেন এক মুসলিম যুবক! bangla sangbad

Image
উত্তর প্রদেশের অউরিয়ার বাসিন্দা এক মুসলিম যুবক নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ (Jaish-e-Mohammed) এর জঙ্গি হওয়ার দাবি করেন। ওই মুসলিম যুবক নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন। ‘জইশ-ই-মুহাম্মদ এর সদস্য”।  bangla sangbad  যুবকের এই ফেসবুক পোস্ট ভাইরাল হচ্ছে খুব। এই ফেসবুক পোস্ট নিয়ে হিন্দু যুব বাহিনী সদর কোতওয়ালি-তে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পাওয়া তথ্য অনুযায়ী, এই মামলা অউরিয়া সদর কোতওয়ালি এলাকার। সেখানে এখলাক নামের এক যুবক নাপিতের কাজ করেন। ওই যুবকের ফেসবুক প্রোফাইলের এক পোস্ট জেলার সব হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হচ্ছে। ওই ফেসবুকে পোস্টে লেখা আছে ‘আমি জইশ-ই-মুহাম্মদ এর সদস্য”। এই পোস্ট জেলার হিন্দু যুব বাহিনীর কাছে পৌঁছাতেই তাঁরা সদর কোতওয়ালিতে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এই ঘটনা নিয়ে সদর থানার অফিসার ইনচার্জ বলেন, হিন্দু যুব বাহিনীর সদস্যদের তরফ থেকে একটি অভিযোগ দায়ের হয়েছে যে, এক মুসলিম যুবক ফেসবুক প্রোফাইলে নিজেকে জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এর সদস্য বলে পরিচয় দিয়েছেন। পুলিশ এই মামলার তদন্তে লেগে পড়েছে। এটা কেই ইয়ার্কি মেরে করেছে কিনা সেটাও দেখা হচ্ছে

ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছিল শিবভক্তরা, পথে হামলা করলো কট্টরপন্থীদের ভিড়।Sangbad Pratidin

Image
শ্রাবণ মাস চলছে, দেশজুড়ে কাবাড় যাত্রা শুরু হয়েছে। ভোলানথের ভক্তরা বাবার মাথায় জল ঢালার জন্য নানা প্রান্ত থেকে পদযাত্রা করছেন। একদিকে কাবাড় যাত্রা তো অন্যদিকে দেশের সরকার সবকা সাথ সবকা বিকাশে ব্যাস্ত। সরকার সবার বিশ্বাস জিতেত গিয়ে  কাবাড় যাত্রীদের সুরক্ষা পর্যন্ত দিতে অক্ষম। জুনপুরে কাবাড় যাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে।  Sangbad Pratidin  এক সম্প্রদায় বিশেষ এলাকা দিয়ে পার হওয়ার সময় কাবাড় যাত্রী তথা শিবভক্তদের উপর হামলা করা হয়েছে। উন্মাদী কট্টরপন্থীদের বড়ো ভিড় কাবাড় যাত্রীদের উপর আক্রমণ করে। জুনপুরে মদিয়াউন নগরের কঞ্জিয়ানা মহল্লায় শিবভক্তদের উপর কট্টরপন্থীরা হামলা করে। দুজন শিবভক্তকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। দুজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এক জনের স্থিতি খুবই গম্ভীর। ২১ শে জুলাই রাত ১২.৩০ সময়ে বিবেকানন্দ স্থিত শিব মন্দিরে জল ঢালার জন্য বিকাশ গৌতম ও তার এক সাথী যাচ্ছিলেন। সেই সময় কট্টরপন্থীরা দুজনকে রাস্তায় আটকে মারধর করে রক্তাক্ত করে দেয়। পেছনে অন্য শিবভক্তরাও আসছিলেন, এই কারণে ওই দুজনের প্রাণ বেঁচে যায়। আগত শিবভক্তদের দেখে কট্টরপন্থীরা পলায়ন

নিউক্লিয়ার পাওয়ার বিলুপ্ত করার জন্য তৈরি হল পাকিস্তান, কিন্তু ভারতের সামনে রাখল একটি শর্ত Sangbad

নিজের প্রথম অফিসিয়ালি সফরে আমেরিকায় গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সেখানে গিয়ে উনি পাকিস্তানের নিউক্লিয়ার শক্তি ছাড়ার জন্য জন্য তৈরি হয়েছেন বলে জানা যায়। ফক্স নিউজকে (Fox News) দেওয়া একটি সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাকিস্তান পারমাণবিক হাতিয়ার ছাড়ার জন্য প্রস্তুত কিন্তু এর জন্য একটি শর্ত আছে। ইমরান খান (Imran Khan) বলেন যদি ভারত তাঁদের পরমাণু হাতিয়ার ছাড়তে রাজি হয়, তাহলে পাকিস্তানও এমন করবে। সাক্ষাৎকারে ইমরান খানের কাছে জিজ্ঞাসা করা হয় যে, যদি ভারত তাঁদের পারমাণবিক হাতিয়ার ছেড়ে দেয়, তাহলে পাকিস্তানও কি এমনটাই করবে? এই প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, পরমাণু যুদ্ধের কোন বিকল্প নেই। ভারত আর পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের কথা বলা বোকামি, কারণ দুই দেশের ২৫০০ কিমি সীমান্ত এলাকা একসাথে আছে। ভারত আর পাকিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইমরান খান বলেন, এই বছর ফেব্রুয়ারি মাসে এমন কিছু ঘটনা ঘটেছে যে, দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ইমরান খান বলে, আমেরিকা পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ।  Sangbad  আর তাঁরা ভারত আর পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার

বিজ্ঞানী না, নেহেরুর জন্যই চন্দ্রযান মিশন সফল হয়েছে দাবি কংগ্রেসের! সংবাদ প্রতিদিন

গতকাল ২২ জুলাই মহাকাশ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারত তথা ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO-এর নাম। গতকাল ভারতীয় বিজ্ঞানীরা এমন অদম্য সাহস দেখিয়েছে, যেটা বিশ্বের কোন বিজ্ঞনীই দেখাতে পারেনি এখনো। গতকাল সতীশ ধবন স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণ করেছে ISRO এর বিজ্ঞানীরা। ঠিক ৪৮ দিন পর ISRO এর এই চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। আর চাঁদের এই দক্ষিণ মেরুতে পৃথিবীর কোন দেশই নামার সাহস দেখাতে পারেনি। চন্দ্রযান-২ এর লঞ্চিং শ্রীহরিকোটা এর সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে করা হয়েছে। ৪৮ দিন পর  চন্দ্রযান-২ চাঁদে অবতরণ করবে। এই মিশনে ভারত ওই চার দেশের সাথে তালিকায় নাম তুলে দিলো, যারা এর আগে চাঁদে সফট ল্যান্ডিং করেছিল। সফট ল্যান্ডিং করা একদমই সহজ নয়, এর আগে আমেরিকা, রাশিয়া, আর চীন এই কাজ করে দেখিয়েছিল। চন্দ্রযান-২ ৪৮ দিন পর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। এর আগে কোন দেশই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল না। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-২ সফল ভাবে অবতরণ করার পর ভারত এই খেতাব অর্জন করা প্রথম দেশ হয়ে যাবে। চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার অনেক বেশি। সেখানে সূর্যের আলো প

দশ হাজারেরও বেশি মিথ্যা বলেছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প! কাশ্মীর নিয়ে অকাট্য মন্তব্য এই প্রথম না বাংলা সংবাদ

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সোমবার কাশ্মীর নিয়ে দায়িত্বহীন বক্তব্য করেছেন। উনি পাকিস্তানের রাষ্ট্রপতি ইমরান খান (Imran Khan) এর সাথে সাক্ষাতের পর বলেন, নরেন্দ্র মোদী কাশ্মীর সমস্যা নিয়ে মধ্যস্থতা করার জন্য ওনাকে বলেছেন। ট্রাম্পের এই মন্তব্যের পর ভারত সরকার আমেরিকার রাষ্ট্রপতির এই বয়ানকে সম্পূর্ণ ভাবে খারিজ করেছে। বাংলা সংবাদ  ভারত সরকার জানায়, কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু আর এই নিয়ে তৃতীয় কোন রাষ্ট্রের ভূমিকা নেই। আরেকদিনে দুই দেশের রাজনেতাদের সাক্ষাৎ এর পর হোয়াইট হাউস থেকে করা প্রেস কনফারেন্সের পর জারি বিজ্ঞপ্তিতে কাশ্মীর ইস্যু নিয়ে কিছুই বলা হয়নি। হোয়াইট হাউস জানায়, আমরা শান্তি, স্থিরতা আর আর্থিক সমৃদ্ধির জন্য পাকিস্তানের সাথে কাজ করতে চাই। এটা প্রথমবার না যে, ট্রাম্প মিথ্যা কথা বলল। তিনি প্রায় দিনই আলাদা আলাদা মামলায় নানারকম মিথ্যা কথা বলেন। ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প রোজ ২৩ টা করে মিথ্যা কথা বলে। রিপোর্টে বলা হয়েছে যে, ২১ এপ্রিল পর্যন্ত ৮২৮ দিনে ট্রাম্প ১০,১১১ টি মিথ্যা কথা বলেছে। এই দাবিতে ট্রাম্পের ট্যুইটার পোস্টও আছে। অবাক করা কথা হল, শুধ

হিন্দু মেয়েদের ইসলামে ধর্মান্তকরনের অভিযানে নেমেছে মৌলবি, এক বছরে করা হয়েছে ১০০০ এর উপরে ধর্মান্তকরন! সংবাদ

পাকিস্তানে হিন্দু মেয়েদের অপহরণ করে তাঁদের ধর্ম পরিবর্তন করে বিয়ে করার ঘটনা লাগাতার সামনে আসছে। এমনকি এই ইস্যু কিছুদিন আগে পাকিস্তানের ন্যাশানাল অ্যাসেম্বলিতেও উঠেছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এখন আমেরিকার সফরে আছেন। আর ঠিক এই সময়েই আমেরিকার ১০ জন সাংসদ সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে ইমরান খানের সাথে হিন্দু মেয়েদের জোর করে ধর্মপরিবর্তন করার মামলা নিয়ে কথা বলার আবেদন জানিয়েছেন। আর এরই মধ্যে পাকিস্তানের সিন্ধু প্রান্তে এক মৌলবি হিন্দু মেয়েদের ধর্মান্তকরন করার কথা স্বীকার করে এই ব্যাপারে বড় বয়ান দিয়েছেন। দৈনিক ভাস্করের একটি রিপোর্ট অনুযায়ী, মৌলবি আবদুল খালিক মিথা স্বীকার করেছেন যে, সে হিন্দু মেয়েদের মুসলিম বানানোর অভিযান চালাচ্ছে। আর এই কাজ সে অনেক আদে থেকেই করছে। এবং আগামী দিনেও সে এই কাজ করে যাবে।  সংবাদ  রিপোর্ট অনুযায়ী, মিথা এটাও দাবি করেছে যে, তাঁর ৯ সন্তানও এই মিশনে কাজ করছে, আর ওনার গোটা বংশ আগে থেকেই এই কাজ করে আসছে। আরেকদিকে পাকিস্তানের মানবাধিকার আয়োগ এর বর্তমান রিপোর্ট অনুযায়ী, সিন্ধু প্রান্ত ধর্মান্তকরনের সবথেকে বড় আড্ডা। গত বছর শুধু সিন্ধু প্রান্তেই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোলে এই ফুটফুটে বাচ্চা কে? জানেন কি? না জানলে জেনে নিন zee news bangla

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন, সেই ছবিতে দেখা যাচ্ছে উনি একটি ফুটফুটে শিশুর সাথে ওনার অফিসে খুনসুটি করছেন। ওই শিশুটি ভারতীয় জনতা পার্টির সাংসদ সত্যনারায়ণ জাটিয়া-র নাতি।  zee news bangla প্র ধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবি ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে সবাইকে উৎসুক বানিয়ে তোলেন। উনি এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, ‘আজ সংসদে আমার সাথে দেখা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বন্ধু এসেছে।” এরপরে সবার মধ্যে প্রশ্ন জাগে, কে এই বাচ্চাটি? Prime Minister Narendra Modi: "A very special friend came to meet me in Parliament today." (From PM Modi's Instagram feed)  pic.twitter.com/osBTm9gHQZ — ANI (@ANI)  July 23, 2019 প্রধানমন্ত্রীর এই ইনস্টাগ্রাম পোস্টে সবাই তৎক্ষণাৎ এসে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। এমনকি অনেকেই এই ছবি নিয়ে মিম বানিয়ে ভাইরাল করা শুরু করে দেন। শেষে প্রধানমন্ত্রী মোদী যেই ছবি পোস্ট করেন, সেটার উত্তর একটু পরেই সবার কাছে চলে আসে। Credit  @Amrita_pandey1     pic.twitter.com/kDamWaFyxa — vanshaj bhardwaj   (@iamvansha

২১ দিনের নাটকের পর হার মানল কুমারস্বামী, চুতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন ইয়েদুরাপ্পা zee 24 ghanta

২১ দিন ধরে চলা নাটকের অবসান হল আজ। কর্ণাটকে আজ কংগ্রেস-জেডিএস এর সরকার ভেঙে গেলো। কর্ণাটকে এখন ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা হাসিল করে নিয়েছে। আস্থা ভোটে যেখানে কংগ্রেস-জেডিএস জোট ৯৯ টি ভোট পেয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টি ১০৫ টি ভোট পেয়েছে। কর্ণাটকে বিগত ২১ দিন ধরে চলা নাটকের অবসান হল আজ। বার বার নানারকম ছুতো দেখিয়ে আস্থা ভোট পিছিয়ে দেওয়ার পরেও শেষ রক্ষা হল না কুমারস্বামীর। কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট ১৪ মাস ১১৬ জন বিধায়ককে নিয়ে সরকার চালিয়েছে।  zee 24 ghanta  ১ লা জুলাই কংগ্রেসের দুই বিধায়ক ইস্তফা দেওয়ার পর বিগত ২৩ দিনে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। রাজ্যের মোট ১৫ জন বিধায়কের ইস্তফার পর ১৮ই জুলাই শক্তি প্রদর্শনের তারিখ নির্ণয় করা হয়। কিন্তু কংগ্রেস-জেডিএস জোট এর বারবার হাঙ্গামা করার কারণে আস্থা ভোট হয়েছিল না। আস্থা ভোটে হারার পর কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী নিজের ইস্তফা প্রদান করবেন। এবার ভারতীয় জনতা পার্টি সরকার বানানোর দাবি জানাবে রাজ্যপালের কাছে। ভারতীয় জনতা পার্টি কাল বিধায়ক দলের বৈঠক করবে, আর এরপর রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভারতীয় জনতা পার্

গুজরাটে সাফ কংগ্রেস, পুরভোটে ৫৯ এর মধ্যে ৫৪ টি আসন দখল করল বিজেপি 24 ghanta bengali news

লোকসভা নির্বাচনের পর গুজরাটের স্থানীয় পুরসভার নির্বাচনে ফের বড়সড় ধাক্কা খেলো কংগ্রেস। গুজরাটের জুনাগড় পুরসভায় (junagadh municipal election) বিজেপি ৫৪, এনসিপি ৪ আর কংগ্রেস ১ টি আসন দখল করেছে। জেলা পঞ্চায়েতের উপনির্বাচনেও বিজেপি জয় হাসিল করেছিল। গত রবিবার জুনাগড়ে পুরভোট হয়েছিল। ৫৯ টি আসনের মধ্যে ৫৬ টি আসনে রবিবার ভোট গ্রহণ হয়েছিল। আর বাকি তিনটি আসনে বিজেপি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করে নিয়েছিল। একটি আসনে কংগ্রেসের প্রার্থী মনোনয়ন দাখিল করার পরেও, বিজেপিকে সমর্থন করেছিল। আজকের এই ফলাফল দেখে এটাই বোঝা যাচ্ছে যে,  24 ghanta bengali news  গুজরাট থেকে কংগ্রেস পুরো সাফ হতে চলেছে। গুজরাট বিধানসভার নির্বাচনে বিজেপিকে টক্কর দেওয়া কংগ্রেস এখন রাজ্যে অস্তিত্ব সঙ্কটে ভুগছে। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর একের পর এক কংগ্রেস বিধায়ক দল থেকে ইস্তফা দিয়েছেন। এমনকি বিগত লোকসভা ভোটেও কংগ্রেস সেখানে একটিও আসনে জয় লাভ করতে পারেনি। এরপর কিছুদিন আগে হওয়া রাজ্যসভার উপনির্বাচনেও কংগ্রেসকে হারের সন্মুখিন হতে হয়। তাছাড়াও রাজ্যসভার নির্বাচনের পর গুজরাট কংগ্রেসের দুই বিধায়ক দল ছেড়ে বিজেপিতে নাম লেখান। আরে

শিবের মাথায় জল ঢালতে যাওয়া যাত্রীদের উপর নিজে হেলিকপ্টার থেকে পুষ্প বর্ষণ করবেন যোগী আদিত্যনাথ!

উত্তর প্রদেশ সহ পুরো দেশে কাবাড় যাত্রা শুরু হয়েছে। শ্রাবন মাসের এই বিশেষ উৎসবে শিবভক্তরা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য রওনা দেয়। উত্তরপ্রদেশে কাবাড় যাত্রীদের একটা আলাদা সন্মান দেওয়া হয়। বিশেষ করে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কাবাড় যাত্রীদের সুবিধার খাতিরে সরকার কোনো কমতি রাখে না। আগের বছরের মতো এ বছরেও যোগী আদিত্যনাথ পুষ্প বর্ষণ করবেন বলে খবর আসছে। যোগী অডিটিনাথ হেলিকপ্টার থেকে কাবাড় যাত্রীদের উপর পুষ্প বর্ষণ করবেন। আগের বছর পুলিশ প্রশাসন শিবভক্তদের উপর পুষ্পবর্ষণ করে নতুন পরম্পরার জন্ম দিয়েছিল এ বছরেও ওই পরম্পরা কায়েম রাখা হবে। খবর অনুযায়ী, গাজিয়াবাদ থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুষ্প বর্ষণ করবেন। ২ দিন ধরে উনি হেলিকপ্টার থেকে কাবাড় যাত্রীদের পথে ফুল ছড়িয়ে দেবেন।   24 ghanta news  প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে। কাবাড় যাত্রীদের সুরক্ষার জন্য পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শিবভক্তদের কোনো সমস্যার মুখোমুখি হতে দেখতে চান না, এমন নীতি স্পষ্ট করে দেওয়া হয়েছে। জানিয়ে দি, অখিলেশ ও মায়াবতীর আমলেও উত্তরপ্রদেশে কাবাড় যাত্রা

প্রসাদে বিষ মিশিয়ে ৪০ হাজার হিন্দুকে মেরে ফেলার ছক কষছিল জাকির নায়েকের শাগরেদরা 24 ghanta live

বিতর্কিত ইসলামিক ধর্ম প্রচারক জাকির নায়েক এর বাণী শুনে তাঁর শাগরেদরা মুম্বাইয়ের একটি মন্দিরের প্রসাদে বিষ মেশানোর পরিকল্পনা করছিল। ওই জঙ্গিদের উদ্দেশ্যে ছিল, মন্দিরে আসা হিন্দুদের গণহত্যা করা মুম্বাইয়ের একটি আদালতে দাখিল চার্জশিট অনুযায়ী, মুম্বাইয়ের মুম্বেশ্বর মন্দিরে নরসংহারের প্ল্যান করা জঙ্গি জাকির নায়েকের অনুগামী। ওই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই জঙ্গি ISIS এর মতাদর্শে চলা জঙ্গি সংগঠন ‘উম্মত-এ-মোহম্মদিয়া” এর সদস্য। ওই জঙ্গি যেদিন এই পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইছিল, সেদিন মন্দিরে ৪০ হাজার হিন্দুকে প্রসাদ বিতরণ করা হত। ওই জঙ্গির পরিকল্পনা ছিল যে, প্রসাদে বিষ মিশিয়ে ৪০ হাজার হিন্দুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। মুম্বাই এটিএস এই মামলায় চার্জশিট দাখিল করে সমস্ত জঙ্গিদের পরিচয় বের করেছে। ওই জঙ্গিদের মধ্যে ১ জন নাবালিক জঙ্গিও আছে। রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্র এটিএস এর এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন যে, ওই জঙ্গিরা মুম্ব্রা-র ৪০০ বছর পুরনো শ্রী মুম্ব্রেশ্বর মন্দিরের প্রসাদে বিষ মিশিয়ে ভক্তদের গণহত্যা করার ছক কষছিল। এটিএস অভিযুক্তের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে জাকির নায়েকের অনেক বাণী এবং ভিডিও পে

সঙ্ঘের কার্যালয়ে পৌঁছালেন ইয়েদুরাপ্পা, শুক্রবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি 24 ghanta

প্রায় একমাস ধরে চলা কর্ণাটকের নাটকের অবসান ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যের পর ১৪ মাস ধরে চলা কর্ণাটকের কংগ্রেস-জেডিএস সরকারের পতন হল। বিধানসভায় আস্থা ভোটে ৯৯ টি ভোট পায় জোট সরকার, আরেকদিকে বিজেপি ১০৫ টি আসন পায়। এরপর থেকেই বিজেপির সরকার গড়ার প্রবণতা বেড়ে যায়। আজ কর্ণাটকে বিজেপির বিধায়ক দলের বৈঠক হচ্ছে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে বি.এস ইয়েদুরাপ্পা বুধবার সকালে ব্যাঙ্গালুরুর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান কার্যালয়ে যান। সেখানে উনি সঙ্ঘের বরিষ্ঠ নেতাদের রাজ্যে হওয়া রাজনৈতিক অস্থিরতার কথা জানান। কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সরকার পড়ে যাওয়ার পর, এবার বিজেপির বিধায়ক দলের বৈঠক ডাকা হয়েছে।  24 ghanta  সেখানে ইয়েদুরাপ্পা কে বিধায়ক দলের নেতার দ্বায়িত্ব দেওয়া হয়েছে। এরপর ইয়েদুরাপ্পা সরকার গড়ার দাবি পেশ করবেন। এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী আর বিজেপির নেতা সদানন্দ গৌড়া পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, ইয়েদুরাপ্পাই মুখ্যমন্ত্রী হবে। উনি বলে, কেন্দ্রীয় নেতৃত্ব আগেই এই ব্যাপারে নিজেদের মতামত জানিয়ে দিয়েছে। আরেকদিকে বিজেপির নেতা জগদীশ শোট্টার বলেন, আমাদের সাথে ১০৫ জন বিধায়ক আছে। বিধানসভায় আমরা সংখ্যাগর

ভুয়ো ডিগ্রি মামলায় আদালতের নির্দেশিকার অবমাননা সাংসদ অভিষেক ব্যানার্জীর ২৪ ঘন্টা খবর

তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইপো অভিষেক ব্যানার্জী বৃহস্পতিবার দিল্লী হাইকোর্টে পেশ হননি। ওনার আইনজীবী জানান, সংসদ অধিবেশন চলার জন্য উনি আদালতে হাজিরা দিতে পারেন নি, তাই ওনার সুবিধার্থে আরেকটি তারিখ দেওয়া হোক। দিল্লীর Rouse Avenue আদালত এবার আগামী ১৩ই আগস্ট সাংসদ অভিষেক ব্যানার্জীকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। অভিষেক ব্যানার্জীকে ২০১৪ এর লোকসভা নির্বাচনে দাখিল মনোনয়ন পত্রে ভুল তথ্য দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। প্রসঙ্গত, অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে ২০১৪ এর লোকসভা নির্বাচনে ভুল তথ্য দেওয়ার জন্য অভিযোগ দায়ের করা হয়েছিল।  ২৪ ঘন্টা খবর  আদালত অভিযোগকে গম্ভীর ভাবে নিয়ে ২৫ জুলাই ( আজ বৃহস্পতিবার) ওনাকে আদালতে হাজির থাকার নির্দেশ জারি করেছিল। আইনজীবী নীরজ এর তরফ থেকে দায়ের করা অভিযোগের পর আদালত এই নির্দেশ জারি করেছিল। অভিযোগে বলা হয়েছিল যে, অভিষেক ব্যানার্জী নিজের মনোনয়ন পত্রের সাথে যেই শপথ পত্র দিয়েছিলেন, সেখানে এমবিএ পর্যন্ত পড়াশুনা করার কথা বলা হয়েছিল। কিন্তু অভিযোগ অনুসারে, অভিষেক ব্যানার্জীর এই দাবি সম্পূর্ণ মিথ্যে। আর ওনার ডিগ্রিও নকল। অভিযোগে বল

মাত্র ৫৯ মিনিটে পাঁচ কোটি টাকার লোন দিচ্ছে মোদী সরকার, এখুনি আবেদন করুন এভাবে ২৪ ঘন্টা

মোদী সরকার ছোট ব্যাবসায়িদের ঋণ দিচ্ছে। সরকার MSME এর জন্য ‘PSB Loans in 59 Minutes” সুবিধা শুরু করেছে। এর মাধ্যমে MSME এর জন্য ১ কোটি টাকার ঋণ কেবল মাত্র ৫৯ মিনিটেই দেওয়া হবে। এবার এই সুবিধা অনুসারে লোন অ্যামাউন্ট বাড়িয়ে ৫ কোটি টাকা করে দেওয়া হয়েছে। তারমানে এই যে, এবার ৫৯ মিনিটে MSME এর ৫ কোটি টাকার লোন পাস হয়ে যাবে। আর লোন অ্যামাউন্ট ৮ দিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। PSB Loans in 59 Minutes এর অনুযায়ী, পার্টনার ব্যাংক গুলোর মধ্যে পাঁচটি বড় ব্যাংক SBI, ইউনিয়ান ব্যাংক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স,  ২৪ ঘন্টা  কর্পোরেশন ব্যাংক এবং অন্ধ্র ব্যাংকে লোনের লিমিট পাঁচ কোটি পর্যন্ত করে দেওয়া হয়েছে। এই ঋণ সুবিধার অধীনে অনেক নতুন উদ্যোগ চলছে এবং অনেক শীঘ্রই ঘোষণা করা হবে। চুক্তিবদ্ধ ব্যবসায়িক ঋণ ১ লাখ থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত। সুদের হার 8.5 শতাংশ এ শুরু হবে। লোনের জন্য অ্যাপ্লাই করতে MSME কে  https://www.psbloansin59minutes.com/signup  এ গিয়ে লগইন করতে হবে। সেখানে আবেদন কর্তার নাম, ইমেই আইডি, ফোন নাম্বার দিয়ে ওটিপই জেনারেট করতে হবে। এরপর আগামী প্রক্রিয়া শুরু হবে। এসব

প্লাস্টিক দূষণ কমাতে সরকারের বড়ো পদক্ষেপ! রেলের কাছে খালি বোতল জমা দিলে পাবেন টাকা। rashifal bengali

দেশ জুড়ে প্লাস্টিকের ভয়াবহ প্রকোপ বেড়েই চলেছে। দেশের সচেতন নাগরিকরা প্লাস্টিকের উপর নির্ভরতা কমালেও সরকার ও কিছু মানুষের জন্য পুরো সমাজ সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে এখন ভারতীয় রেল প্লাস্টিকের দূষপরিনামের কথা ভেবে বড়ো পদক্ষেপ নিয়েছে। রেল স্টেশন থেকে শুরু করে ট্রেনের মধ্যে প্লাস্টিকের ব্যাপক ব্যাবহার লক্ষ করা যায়। ভারতীয় রেল এই প্লাস্টিক থেকে টি-শার্ট তৈরি করার পরিকল্পনা করেছে। প্রথম পর্যায়ে রেল বেশকিছু স্টেশনকে নির্বাচন করে সেখানে প্লাস্টিক বোতল ক্ৰাসিং মেশিন লাগানো হবে। পরিকল্পনা সাফল্য পেলে পুরো ভারত জুড়ে এই যোজনা ছড়িয়ে দেওয়া হবে। ক্র্যাশ হওয়া প্লাস্টিক বোতল থেকে তৈরী করা হবে টি-শার্ট।  rashifal bengali  টি-শার্ট তৈরির কাজ মুম্বাইয়ের এক কোম্পানিকস দেওয়া হবে। রাঁচিতে এই টি-শার্ট গুলির প্রচার আগেও করা হয়েছিল। টি-শার্ট গুলিকে জনগন বেশ পছন্দ করেছিল। যারা ক্ৰাসিং মেশিনে প্লাস্টিক বোতল জমা করবে তাদের জন্যেও ভারতীয় রেল উপহার দেবে। একটা বোতল জমা করলেই মেশিন থেকে থ্যাংক ইউ ম্যাসেজ দেওয়া হবে। একই সাথে ১০ অংকের একটা ভাউচার দেওয়া হবে। এই ভাউচার শপিং মল বা দোকানে জমা দিলে ৫ টাকা বা ১০ টাকা পাওয়া যা

তিন তালাক নিয়ে ওয়াইসি বললেন, ইসলামে বিয়ে শুধু একটা কন্ট্রাক্ট মাত্র! এটাকে সাত জন্মের বন্ধন না ajker rashifal

তিন তালাক নিয়ে All India Majlis-e-Ittehadul Muslimeen এর প্রধান তথা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেন, এই বিল মুসলিম মহিলাদের বিপক্ষে। উনি বলেন, এই বিল মুসলিম মহিলাদের বিপক্ষে অপরাধ করবে। ইসলামে ৯ প্রকারের তালাকের বিধান আছে। এই আইন অনুযায়ী, যদি স্বামীকে গ্রেফতার করা হয়, তাহলে স্ত্রীর মেইনটেনেন্স কি করে হবে? স্বামী কি জেলে বসে স্ত্রীর ভরণপোষণ করবে? ওয়াইসি বলেন, ‘এই বিলে তিন তালাক কে অপরাধ বলা হয়েছে। আদালত সমকামি কে অপরাধের বাইরে রেখেছে। আর আপনি তিন তালাক কে অপরাধ বানিয়ে নতুন হিন্দুস্তান গড়তে চলেছে। উনি বলেন, তিন তালাক যদি ভুল করা বলা হয়, তাহলে বিয়ে ভেঙে যায় না, আর এটা সুপ্রিম কোর্টও বলছে। এই আইনের মাধ্যমে সরকার মুসলিম মহিলাদের উপর অত্যাচার করছে। লোকসভায় ওয়াইসি বলেন,  ajker rashifal  স্বামীর গ্রেফতারির পর সে কি স্ত্রীর ভরণপোষণ করতে পারবে? যদি স্বামী জেলে চলে যায়, তাহলে স্ত্রী কি তিন বছর পর্যন্ত তাঁর অপেক্ষা করবে? ওই মহিলাকে বিয়ের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য অধিকার দেওয়া দরকার। ওয়াইসি বলেন, জামিন দেওয়ার অধিকার শুধুমাত্র আদালতের আছে। কিন্তু হত্যাতেও পীড়িত ব্যাক্তির কথা শোনা হয়না। তিন তালাক বিল

আমেরিকা থেকে দেশে ফিরে ইমরান বলল, ‘মনে হচ্ছে বিশ্বকাপ নিয়ে বাড়ি ফিরলাম” ajker rashifal bangla

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার আমেরিকার সফর সম্পূর্ণ করে দেশে ফিরে এসেছেন। উনি দেশে ফেরা মাত্রই ওনার সমর্থকেরা বিমানবন্দরে ওনাকে জোরদার স্বাগত জানায়। পাক প্রধানমন্ত্রী ইমরান খান আমেরিকার সাথে সম্পর্ক ঠিক করতে এই সপ্তাহে তিন দিনের সফরে আমেরিকা গেছিলেন।  ajker rashifal bangla  আমেরিকা সফরে গিয়ে উনি সোমবার হোয়াইট হাউসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে চর্চা করেন। ইমরান খান আমেরিকার বিদেশ মন্ত্রীর মাইক পম্পিও-র সাথে সাক্ষাৎ করেন। ইমরান খান আজ সকালে কাতার এয়ারলাইন্সের বিমানে করে পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। সেখানে ওনার সমর্থকেরা ওনাকে নিয়ে চরম উৎসাহ দেখায়। ইমরান নিজের সমর্থকদের উল্লাস দেখে আবেগপ্লুত হয়ে বলেন, ‘আমার এখন মনে হচ্ছে যে, আমি অফিসিয়ালি সফরের জন্য না বিদেশে যাইনি, আমার মনে হচ্ছে আমি বিশ্বকাপ জিতে ঘরে এলাম।” প্রসঙ্গত আজকের দিনেই এক বছর আগে ইমরান খান পাকিস্তানের নির্বাচনে জয় হাসিল করেছিলেন।

রাজ্যের মহিলা শিক্ষিকাদের চরম বিতর্কিত মন্তব্য শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর today rashifal in bengali

আজ বৃহস্পতিবার শাসক দল তৃণমূলের পক্ষ থেকে নজরুল মঞ্চে তৃণমূলের শিক্ষন সংগঠনের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়ে। ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি তৃণমূলের শিক্ষন সংগঠনের সাথে নানান সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন। তিনি সেখানে মিউচুয়াল ট্রান্সফারের প্রসঙ্গ নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, ‘কোনও শিক্ষক অসুস্থ হলে তাঁর মিউচুয়াল ট্রান্সফারের আবেদন গৃহীত হবে।” এই ঘোষণার পরেই তিনি বলেন, আজকাল রাজ্যের শিক্ষকেরা বেশি করে অসুস্থ হয়ে পড়ছে। তিনি সভায় বলেন, ‘এত বেশি মহিলা শিক্ষিকা কী করে স্ত্রী-রোগে ভুগছেন, জানি না। আমি নিজেই আতঙ্কিত!” ওনার এই মন্তব্যের পর নজরুল মঞ্চ হাততালিতে ভরে ওঠে। কিন্তু ওনার এই মন্তব্যের পর রাজ্যের শিক্ষিত মহলে ওনার ভূমিকা নিয়ে চরম সমালোচনা হচ্ছে।  today rashifal in bengali  রাজ্যের শিক্ষিত মহলের এখন প্রশ শুধু একটাই, একটি রাজ্যের শিক্ষামন্ত্রী মহিলাদের নিয়ে এবং তাঁদের কোনও অসুখ নিয়ে কী ভাবে এই রকম মন্তব্য করতে পারেন! এখন অনেকেরই প্রশ্ন মহিলাদের রোগ নিয়ে এহেন মন্তব্য করা কি কারোর শোভা পায়? আবার

হিন্দুত্ব থেকে প্রভাবিত হয়ে আমেরিকার CA সেথ ডি গ্রহণ করলেন হিন্দু ধর্ম এবং হলেন ব্রহ্মচারী।today horoscope in bengali

মহান ভারতের সংস্কৃতি এতটাই প্রভাবশালী যে, একবার কেউ এটাকে আত্মসাৎ করলে সে আর দূরে যেতে পারবে না। আমেরিকার সেথ ডি হেঙ্গিকরণ ভারত ভ্রমনে এসেছিলেন। উনি ভারতের আবহাওয়া, ধর্ম, সংস্কৃতি, আচার-ব্যাবহার দ্বারা এমন প্রভাবিত হয়েছেন যে এখানেই থেকে গেলেন। আমেরিকার ইডিয়ানার বাসিন্দা সেথ ডি হেঙ্গিকরণ বুধবার দিন রাজস্থানের জয়পুরে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে। পেশায় CA ডি হেঙ্গিকরণ জানান, তিনি আমেরিকায় নামি কোম্পানিতে কাজ করতেন। সেখানে লক্ষাধিক টাকার আয় করতেন। আমেরিকায় উনি ভারতের হিন্দু ধর্ম সম্পর্কে অনেক শুনেছিলেন। সেই কারণে ৩ সপ্তাহের জন্য ভারত ভ্রমণে এসেছিলেন।   today horoscope in bengali  ১৭ বছর আগে ২০০২ সালে উনি হিন্দু ধর্মকে কাছে থেকে দেখার জন্য, জানার জন্য এসেছিলেন। কিন্তু হিন্দু সমাজ দ্বারা এতটাই প্রভাবিত হয়ে জন্যে আর ফিরে যাননি। ভারতে এসে প্রথমদিকে উনি তামিলনাড়ুতে থাকতেন এবং এখন জয়পুরে বাস করেন। ভারতের সমাজ, সংস্কৃতি দেখে সেথ ডি হেঙ্গিকরণ অবাক হন। জানিয়ে দি, আমেরিকা ও ভারতের কালচারে বহু পার্থক্য রয়েছে। উদাহরণ স্বরূপ আমেরিকার বেশিরভাগ ছেলে মেয়েরা তাদের পিতাকে নাম ধরে ডাকে তথা মিস্টার ডেভি

জেনে নিন ব্রিটেনের নতুন স্বরাষ্ট্র মন্ত্রী প্রীতি প্যাটেলের বিষয়ে, যাকে কট্টর মোদী সমর্থক হিসেবেই চেনে সবাই bangla rashifal

সম্প্রতি ব্রিটেনের নয়া ক্যাবিনেটে প্রধানমন্ত্রী বোরিস জনসন ভারতীয় বংশভুত প্রীতি প্যাটেলকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। ব্রিটেনের Conservative Party এর সবথেকে চর্চিত নাম ৪৭ বছর বয়সী প্রীতি প্যাটেল, তিনি তাঁর দক্ষিণপন্থী চিন্তাভাবনার জন্য বিখ্যাত। ব্রিটেনে ওনাকে সবাইক কট্টর মোদী সমর্থক হিসেবেই জানেন। আর তিনি ব্রিটেনে বেক্সিট সমর্থকদের প্রধান মুখ হিসেবে উঠে এসেছিলেন। ২০১৭ সালে প্রীতি প্যাটেল সম্পূর্ণ ব্যাক্তিগত ভাবে ইসরায়েলের যাত্রা করেছিলেন। সেই সময় ওনার উপর প্রোটোকল ভাঙার অভিযোগ উঠেছিল। ওনার উপরে অভিযোগ উঠেছিল যে, উনি ব্রিটিশ দূতাবাসকে না জানিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু সমেত সেখানকার সমস্ত অফিসারদের সাথে দেখা করেন।  bangla rashifal  এই অভিযোগের পর সমালোচনার ঝড় বয়ে যায়। আর ওনাকে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়। ব্রিটেনের নব নিযুক্ত প্রধানমন্ত্র বোরিস জনসন এর মতন প্রীতিকেও তাঁর দক্ষিণপন্থী চিন্তাভাবনার জন্য জানা যায়। আর প্রীতি ব্রিটেনে দক্ষিণপন্থীদের মধ্যে খুবই জনপ্রিয়। ব্রিটেনে সমলিঙ্গদের বিয়েকে বৈধ ঘোষণা হওয়ার পর প্রীতি শিরোন

মুসলিম মহিলাদের ন্যায় দিলেন মোদী সরকার, লোকসভায় পাশ হলো তিন তালাক বিল bengali rashifal

লোকসভায় মনসুন অধিবেশনে বৃহস্পতিবার তিন তালাক বিল পাশ হয়। এই বিল নিয়ে দিনভর একের পর এক তর্ক-বিতর্ক হয় সংসদে। এই বিলের পক্ষে ৩০৩ এবং বিপক্ষে ৮২ টি ভোট পড়ে। কংগ্রেস, ডিএমকে, এনসিপি, টিডিপি, জেডিইউ এবং তৃণমূল এই বিলের বিরোধিতা করে। এমনকি তৃণমূল সমেত সমস্ত বিরোধী দলের সাংসদেরা ভোটাভুটি তে হেরে ওয়াক আউট করেন। এই বিল গত লোকসভাতেও পাশ হয়েছিল, কিন্তু রাজ্য সভায় গিয়ে এই বিল আটকে যায়। ১৬ তম লোকসভা কার্যকাল শেষ হওয়ার পর মোদী সরকার এই বিলে কিছু বদল এনে, আবারও সংসদে পেশ করে। এর সাথে সংসদীয় কার্জমন্ত্রী লোকসভার অধিবেশন বাড়িয়ে আগামী ৭ই আগস্ট পর্যন্ত করার দাবি তোলেন।  bengali rashifal  এরপর লোকসভার স্পীকার এই দাবি মেনে অধিবেশন ৭ই আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেন। লোকসভায় তিন তালাক বিল পাশ করানো জন্য ভোটিং করানো হয়। সংসদে সরকারের পক্ষে ৩০৩ আর বিপক্ষে ৮২ টি ভোট পড়ার সাথে সাথে আবারও লোকসভায় তিন তালাক বিল পাশ করিয়ে নিয়ে মোদী সরকার। All India Majlis-e-Ittehadul Muslimeen এর সাংসদ তথা প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এই বিলের বিরুদ্ধে আওয়াজ তোলেন। উনি এই বিলে সংশোধন করার দাবি করেন, কিন্তু ওনার দাবি খারিজ হয়ে যায়। তিন তালাক

মোদী সরকার তৈরি করছে হাজার হাজার কামান্ডো! নিযুক্ত করা হবে কাশ্মীর ঘাঁটিতে।আজকের রাশিফল

সরকার RPF এর শক্তি বৃদ্ধি করছে। RPF নিজের কামান্ডো টিম করার উপর জোর দিয়েছে যার কাজ কয়েক মাসের মধ্যেই পূর্ন হবে। হরিয়ানার জাগাধারীতে বিগত ৪ মাস ধরে ট্রেনিং চলছে। ট্রেনিং সম্পূর্ণ হলে কামান্ডোদের আধুনিক অস্ত্র দিয়ে সুসজ্জিত করা হবে। RPF এর চেষ্টা যে তাদের কাছে যেন পর্যাপ্ত কামান্ডো থাকে। এতে সংবেদনশীল স্থানের সুরক্ষার চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া যাবে। RPF এর মহানির্দেশক অরূপ কুমার বলেন, ট্রেনিং সম্পূর্ণ হলেই কামান্ডোদের নকশাল প্রভাবিত অঞ্চল, উত্তরপুর্ব অঞ্চল এবং জম্মু-কাশ্মীরে নিযুক্ত করা হবে। এরূপ কুমার TV চ্যানেল আয়োজকদের কাছে এই বিষয়ে তথ্য প্রদান করেন।  আজকের রাশিফল  দেশ জুড়ে রেলের বড়ো বড়ো প্রজেক্ট চলছে, ওই এলাকাগুলিতে সুরক্ষা প্রদানের দায়িত্বে এই কামান্ডোরা থাকবেন। বুলেটপ্রুফ জ্যাকেট, এডভান্স অস্ত্র সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ কামান্ডোদের দেওয়া হবে। RPF এক্ট ১৯৫৭ এর অধীনে গঠিত এই সুরক্ষাবল এক প্রকার রেলওয়ে বিভাগ, স্থানীয় পুলিশ, জনতা ও সরকারের মধ্যে সেতুর মতো করে কাজ করে। অপরাধীদের ধর পকড় করতে স্থানীয় পুলিশের সাহায্য করে এই সুরক্ষা বল। একটা বিভাগ প্যারা মিলিটারি ফোর্স হিসেবেও পরিচিত, যা

বড়ো খবর: জম্মু-কাশ্মীর থেকে ধারা 35A মুছে ফেলার প্রস্তুতি! একশন শুরু স্বরাষ্ট্রমন্ত্রকের।রাশিফল

স্বাধীনতা দিবস পালনের পর দেশের জন্য একটা সু-খবর সামনে আসতে পারে। সরকার একটা বড়সড়ো সিদ্ধান্ত নিয়ে দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে। মোদী সরকার জম্মু কাশ্মীর থেকে ধারা 35A মুছে ফেলার প্রস্তুতি নিচ্ছে। এর জন্য পরের মাসে ১৫ আগস্ট এর পর নিউ দিল্লীতে একটা উচ্চস্তরীয় বৈঠক করা হবে। ওই বৈঠকে অনুচ্ছেদ 35A মুছে ফেলার রোডম্যাপ নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। বলা হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধান বিশেষজ্ঞ ও আইন বিশেষজ্ঞদের একটা রোড ম্যাপ তৈরির নির্দেশ দিয়েছেন। একটা প্রভাবশালী কার্য পরিকল্পনা তৈরির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাধীনতা দিবসের পর বৈঠক ডেকেছেন। এই বৈঠকে কেন্দ্রীয় কেবিনেটের মন্ত্রীরা ছাড়াও সমস্ত কেবিনেট সচিব ও জম্মু-কাশ্মীরের সাথে জুড়ে থাকা বরিষ্ঠ অধিকারিকরা জুড়ে থাকবেন। বিজেপির রাষ্ট্রীয় উপাধ্যক্ষ সম্প্রতি বলেছেন যে, “কেন্দ্র সরকার 35A এর উপর যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। বিজেপি স্ট্যান্ড এক্ষেত্রে স্পষ্ট। আমরা এই ধারাকে মুছে ফেলার পক্ষে।  রাশিফল  এর জন্য যা করতে হবে সেই পদক্ষেপ নেওয়া হবে।” অন্যদিকে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ বিজেপির স্ট্যান্ড নিয়ে বিরোধ

মটনের নামে হোটেল আর মাংসের দোকানে দেদার কুকুরের মাংস বিক্রি হচ্ছে কংগ্রেস শাসিত রাজ্যে today bengali news

অনেকবারই এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যে, অনেক বড়বড় হোটেলে মটনের নামে কুকুরের মাংস খাওয়ানো হচ্ছে। এবার এমনই এক মামলা কংগ্রেস শাসিত কর্ণাটকের ব্যাঙ্গালুরু শহর থেকে আসছে। সেখানে কসাইখানায় কুকুরদের কেটে হোটেল আর মাংসের দোকানে বিক্রি করা হচ্ছে। ব্যাঙ্গালুরুর বিবিএইচবি অ্যাপার্টমেন্ট ব্যাঙ্গালুরু রেসিডেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তামিলনাড়ুর একটি সংস্থাকে এলাকা থেকে কুকুর সরানোর কন্ট্রাক্ট দিয়েছে। শোনা যাচ্ছে কে, ওই কুকুরদের ধরে ধরে কসাইখানায় পাঠিয়ে তাঁদের মাংস হোটেল এবং মাংসের দোকানে বিক্রি করা হচ্ছে। রাজ্যের পশু কল্যাণ আধিকারিক হরিশ জানান, এই কথা থেকে অস্বীকার করা যাবেনা যে, কুকুরদের মেরে তাঁদের মাংস হোটেলে বিক্রি করা হচ্ছে। উনি জানান, এই সংক্রান্ত ব্যাপারে পুলিশদের অবগত করানো হয়েছে। শোনা যাচ্ছে যে, এটা প্রথম মামলা না। এর আগেও অনেকবার এরকম মামলা সামনে এসেছে। অনেকবার কুকুরদের উধাও হওয়ার ঘটনাও ঘটেছে। পশু কল্যাণ আধিকারিক হরিশ জানান, এর আগেও অনেক রাস্তার কুকুর উধাও হয়েছে, আর তাঁদের মেরে তাঁদের মাংস বিক্রি করা হয়েছ। এই ঘটনা সামনে আসার পর স্থানীয় পুলিশের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ বিবিএইচব

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে দায়ের হল অপরাধিক মানহানির মামলা, হতে পারে দুবছরের জেল খবর

শুক্রবার জি মিডিয়া (Zee Media) তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) এর বিরুদ্ধে অপরাধিক মানহানির মামলা দায়ের করা হয়েছে। মহুয়া মৈত্র জি নিউজ কে চোর আর পেইড নিউজ চ্যানেল বলে সম্বোধন করেছিলেন। এই মামলায় আগামী শুনানি ১লা আগস্ট হবে। জি মিডিয়ার উপরে ভুল আর অবমাননামূলক অভিযোগ তোলার জন্য সাংসদ মহুয়া মৈত্র-র বিরুদ্ধে অপরাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। এই অপরাধে দুই বছরের সাজা হতে পারে। প্রসঙ্গত   খবর  তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৮ই জুলাই পাটিয়ালা হাউস কোর্টে জি নিউজ আর তাঁদের এডিটর ইন চীফ সুধীর চৌধুরীর বিরুদ্ধে অপরাধিক মানহানির মামলা দায়ের করেছিল। সুধীর চৌধুরী ২৫ জুন তাঁর অনুষ্ঠান ডিএনএ তে বলেছিল যে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংসদে ‘ফ্যাসিবাদ” নিয়ে দেওয়া ওনার প্রথম ভাষণ চুরি করেছিলেন। আইনজীবী বিজয় আগরওয়ালের মাধ্যমে দায়ের করা অভিযোগে জি নিউজের (Zee News) তরফ থেকে বলা হয়েছে যে, ‘৩রা জুলাই মহুয়া মৈত্র কোম্পানির বিরুদ্ধে অবমাননামূলক বয়ান দিয়েছেন। তিনি ইচ্ছাকৃত ভাবে বেশ কিছু মিথ্যে, অপমানজনক, অনর্থক মন্তব্য করেছিলেন ওইদিন। ওই বিবৃতিতে যা বল‌া হয়েছিল, তা অত্যন্ত অবমাননামূলক ও কোম্পানির ভাবমূর্তির পক্ষেও

বায়ুসীমা বন্ধ করে কাঙাল হল পাকিস্তান, পাঁচ ট্রিলিয়ন ডলারের ক্ষতির সন্মুখিন ভিখারি দেশ পাকিস্তান ! বাংলা খবর

২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা দ্বারা পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ার স্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর বায়ুসীমা বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। আর তাঁর কারণে পাকিস্তান এখন পাঁচ ট্রিলিয়ন ডলারের ক্ষতির সন্মুখিন। শুক্রবার একটি মিডিয়া রিপোর্টে এই তথ্য সামনে আসে। ভারতীয় বায়ুসেনার এই পদক্ষেপ, জম্মু কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন জইশ – এ – মোহম্মদ এর আত্মঘাতী হামলার পর নেওয়া হয়েছিল। গত সোমবার ভারত আর পাকিস্তানের মধ্যে সামান্য হাওয়াই যাতায়াত শুরু হয়। তবে পাকিস্তান তাঁদের বায়ুসীমা খোলার জন্য ভারতের কাছে একটি শর্ত রেখেছিল। সেই শর্ত হল, ভারত তাঁদের যুদ্ধ বিমান তাঁদের এয়ারবেস থেকে সরালেই পাকিস্তান তাঁদের বায়ুসীমা খুলবে। কিন্তু ভারত সেই শর্তে রাজি না হওয়ার পরেও পাকিস্তান তাঁদের বায়ুসীমা খুলতে বাধ্য হয়।   বাংলা খবর  পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ এর পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করে পাকিস্তানের বিমান মন্ত্রী গুলাম সরবর খান বলেন, পাকিস্তান বায়ুসীমা বন্ধ রাখের কারণে দেশে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। পাকিস্তানের ডন পত্রিকা অনুযায়ী বিমান মন্ত্রী বলেন, ‘ এটা

ব্রেকিং খবর: সরানো হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী-কে, নতুন রাজ্যপাল হলেন …Bangla Khabar

দেশ জুড়ে বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপালদের বদলি করা হল। মধ্যপ্রদেশের রাজ্যপাল তথা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দি বেন প্যাটেলকে এবার উত্তর প্রদেশের দ্বায়িত্ব দেওয়া হল। আরেকদিকে বিহারের রাজ্যপাল লালজি টন্ডন কে মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে স্থানান্তরিত করা হয়েছে। Lal Ji Tandon, Governor of Bihar is transferred and appointed as Governor of Madhya Pradesh, Phagu Chauhan as Governor of Bihar, RN Ravi as Governor of Nagaland. The appointments will take effect from the dates they assume charge of their respective offices.  https://t.co/EmPQixDg46 — ANI (@ANI)  July 20, 2019 পশিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি এর যায়গায় জগদীপ ধানখর কে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। ত্রিপুরায় রমেশ ব্যাস কে রাজ্যপালের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। ফাগু চৌহান-কে বিহারের রাজ্যপাল আর এন রবি-কে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। Bangla Khabar

এতটাই ভিখারি হয়েছে পাকিস্তান যে, ইমরান খানের আমেরিকা সফরে মিলল না প্রাইভেট প্লেন! কমার্শিয়াল বিমানেই করতে হবে যাত্রা Bangla Khobor

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজের প্রথম আমেরিকা সফরে যাচ্ছেন। আর্থিক সমস্যায় ভুগছে পাকিস্তান, আর সেই কারণেই প্রাইভেট বিমানের যায়গায় কমার্শিয়াল বিমানে যাবে পাক প্রধানমন্ত্রী। ইমরান খানের আপ্ত সহায়ক নঈম উল টুইটারে এই তথ্য দেন। তিনি টুইট করে জানান প্রধানমন্ত্রী ইমরান খান কাতার এয়ারলাইন্সের বিমানে করে আমেরিকা যাবেন। ইমরান খান রবিবার ওয়াশিংটনের জন্য রওনা দেবেন। ইমরান ২২ জুলাই হোয়াইট হাউসে আমেরিকার রাষ্ট্রপতি ডনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন। ইমরান খান দুই দিবসিয় সফরের সময় আমেরিকা কংগ্রেসের নেতারা, কর্পোরেট নেতা আর আমেরিকায় থাকা পাকিস্তানিদের সাথে দেখা করবেন। আপনাদের জানিয়ে রাখি, এর আগে খবর এসেছিল যে, আমেরিকার সফরের সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান কোন নামি হোটেলে না থেকে আমেরিকায় থাকা পাকিস্তানের রাজদূতদের আধিকারিক দূতাবাসে থাকবেন। পাক মিডিয়া অনুসারে, পাকিস্তানি রাজদূত আসাদ মাজিদ খান এর আবাসে থাকলে ইমরান খানের আমেরিকা সফরের খরচ কম হতে পারে। আরেকদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আমেরিকা সফরের আগে বড়সড় ঝটকা খেয়ছেন। আমেরিকা পাকিস্তানকে কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে, লস্কর-এ-তৈবা

অসমে বন্যার জন্য অক্ষয় কুমার দান করলেন ২ কোটি টাকা! পাসপোর্ট কানাডার হলেও মন ভারতীয়।Latest Bengali News Live

দেশের একটা রাজ্য অসম প্রচন্ড বন্যার সাথে সংঘর্ষ করছে। কেরলে বন্যার সময় মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার চালানো হয়েছিল অসমের ক্ষেত্রে সেটা হয়নি। এর পেছনে অবশ্য একটা বড়ো চক্রান্ত রয়েছে। অসমের বেশকিছু জেলা বন্যার কারণে প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছে, প্রায় একই অবস্থা দেশের আরো এক রাজ্য বিহারের। আর প্রত্যেক বারের মতো আরো একবার অক্ষয় কুমার সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। পুলবামা হামলায় বলিদানিদের পরিবারের জন্য অক্ষয় কুমার ৫ কোটি টাকা দান করেছিলেন। উড়িষ্যায় হওয়া ঘূর্ণিঝড়ের সময় ১ কোটি টাকা দান করেছিলেন। এখন উনি আরো একবার নিজের বড়ো হৃদয়ের প্রমান দিয়েছেন। এবার অসমে বন্যার জন্য অক্ষয় কুমার ২ কোটি টাকা দান করেছেন। এই টাকা বন্যা কবলিত মানুষদের উদ্ধারের জন্য লাগানো হবে। #Bollywood  Actor  #AkshayKumar  Donates 2 Crores for  #AssamFlood  Victims!  https://t.co/Eka8WjSfwm — BoxOfficeIncome (@BOIncome)  July 18, 2019 দেশে এমন অনেক লোকজন আছে যারা অক্ষয় কুমারের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়। বলা হয় যে অক্ষয় কুমারের পাসপোর্ট কানাডার, উনি এ দেশের নন। এটা সত্য যে উনার পার্সপোর্ট কানাডার কিন্তু অক্ষয় কুমার ভারত দেশে ক

বড় সিদ্ধান্ত ধোনির, এবার ক্রিকেট না খেলে সেনার সাথে দেশ সেবায় নিযুক্ত হবেন তিনি Bangla News Live

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার গুঞ্জন চলছে। আর এরই মধ্যে ধোনিকে নিয়ে বড় খবর সামনে এলো। মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) টিম ইন্ডিয়ার সাথে ওয়েস্টইন্ডিজ এর সফরে যাচ্ছেন না। এমএসকে প্রসাদের নেতৃত্বে আগামী রবিবার ২১ এ জুলাই ওয়েস্টইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলের ঘোষণা হতে চলেছে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শনিবার ওয়েস্টইন্ডিজ সফরের থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি আগামী সফরের জন্য ভারতীয় দলের সাথে থাকবেন না। প্যারা মিলিটারি ফোর্সের প্যারাসুট রেজিমেন্টে ধোনি লেফটিন্যান্ট কর্নেল পদে আছেন। বিসিসিআই এর এক শীর্ষ আধিকারিক এর সুত্র অনুযায়ী, ধোনি আগামী দুই মাস ক্রিকেট থেকে দূরে থেকে সেনার সাথে দেশের সেবা করার জন্য সময় দেবেন। বিসিসিআই এর এক শীর্ষ আধিকারিক সংবাদ মাধ্যম পিটিআই কে জানান, ‘মহেন্দ্র সিং ধোনি ওয়েস্টইন্ডিজ সফরের জন্য নিজেকে অনুপলব্ধ জানিয়ে দিয়েছেন। কারণ তিনি নিজের আধাসামরিক বাহিনীর সাথে আগামী দুই মাস সময় কাটাতে চান। বিসিসিআই এর আধিকারিক এটাও জানিয়ে দিয়েছে যে, ধোনি এই সময় ক্রিকেট থেকে সন্ন্যাস নিচ্ছেন না। উনি বলেন, ‘আমরা পরিস্কার জানিয়ে দি

রাত পোহালেই ‘একুশ”, সভা ভরানো নিয়ে চরম চিন্তিত তৃণমূল নেতৃত্ব Bengali News Live

প্রস্তুতি সব শেষ, এবার সভায় ভিড় নিয়ে চিন্তার ভাঁজ শাসক দলের কপালে। সভা শুরু হতে মাত্র আর এক রাত বাকি, কিন্তু তাঁর আগে তৃণমূলের অন্দরমহলে একটাই চিন্তা, ‘লোক হবে তো?”। এর আগে ১৯শে জানুয়ারি দেশের তামাম বড়বড় নেতাদের এনেও সভা ভরাতে পারেনি তৃণমূল। এলাহি আয়োজন করে কোটি কোটি টাকা খরচ করেও লোক জোটেতে ব্যার্থ হয়েছিলে শাসক দল।আরেকদিকে মাত্র কয়েক দিনের প্রস্তুতি নিয়ে ব্রিগেডে তাক লাগিয়ে দিয়েছিল নমো। এবার সেই একই রকম দুশ্চিন্তায় ভুগছে তাঁরা। শহীদ সমাবেশে সবথেকে বেশি লোকের আশা করা হয় উত্তর বঙ্গ থেকে। কিন্তু এবার উত্তর বঙ্গ থেকেও তৃণমূলের আশা তেমন দেখা যাচ্ছে না। কারণ গত লোকসভা নির্বাচনে উত্তর বঙ্গে চরম ভরাডুবি হয়েছিল শাসক দলের। এর আগে শহীদ সমাবেশের দু-তিন দিন আগে থেকেই উত্তর বঙ্গ থেকে হাজার হাজার মানুষ চলে আসে কলকাতায়। কিন্তু এবার সেটা আর দেখা যাচ্ছে না। আরেকদিকে হাওড়া ও শিয়ালদহ রেল স্টেশনে প্রায় ২০০ বাঁশের ব্যাবস্থা করা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে, কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত ওই ২০০ বাসের মধ্যে খুব বেশি হলে মাত্র ২০ টি বাস বের হয়েছিল। শুক্রবার রাতে কয়েকটি বাস সেখান থেকে ছেড়ে ক্যাম্পের উদ্দেশ্যে রও

কট্টরপন্থী এজাজ খান পেল না জামিন! পাঠানো হলো ১৪ দিনের জন্য জেলে, তারপর হবে বিচার। Bangla

সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য কুখ্যাত অভিনেতা এজাজ খান জামিন পাওয়ার চেষ্টা করেও বিফল হলো। আজ এজাজ খান জামিন পায়নি উল্টে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বার বার গ্রেফতারের দাবি জানানো পর সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে এজাজ খানকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি এজাজ খান সোশ্যাল মিডিয়া বেশ কিছু ভিডিও প্রকাশ করেছিল। একটা ভিডিওতে এজাজ খান সকল ভারতীয়কে মুসলিম বানানোর জন্য হুমকি দিয়েছিল। আরো এক ভিডিওতে এজাজ খান বলেছিল, আমরা বৈধ অবৈধ মিলিয়ে ৪০ কোটি মুসলিম রয়েছি, এক দিন শুধু বেরোতে হবে। দেশে দাঙ্গা করার হুমকিও দিয়েছিল অভিনেতা এজাজ খান। শুধু এই নয়, এজাজ খান পুলিশকে হুমকি দিয়ে বলেছিল যে যা করতে পারে করে নিক। এরপর সোশ্যাল মিডিয়ার চাপে পুলিশ এজাজ খানকে গ্রেফতার করা হয়েছিল। Mumbai: Actor Ajaz Khan sent to judicial custody for 14 days. A case was registered against him for creating/uploading videos with objectionable content promoting enmity between different groups on grounds of religion, & creating hatred among public at large. — ANI (@ANI)  July 20, 2019 এজা

পাঁচদিনেই মোহভঙ্গ! শহীদ দিবসের আগেই ফের বিজেপিতে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির সদস্য Bengali

গত ১৫ই জুলাই ভুল বুঝিয়ে বিজেপি থেকে তৃণমূলে নিয়ে গেছিলে দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি অর্পিতা ঘোষ। পাঁচদিন যেতে না যেতেই ভুল শুধরে ফের বিজেপিতেই ফিরে এলেন বালুরঘাটের চিঙ্গিসপুর পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চমি বর্মন। তৃণমূলের শহীদ দিবসের একদিন আগে এই ঘটনার বেশ ব্যাকফুটে তৃণমূল নেতৃত্ব। এমনকি দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলা সভপতি অর্পিতা ঘোষের ভূমিকা নিয়ে দলের অন্দরেই উঠছে নানান প্রশ্ন। গত ১৫ জুলাই অর্পিতা ঘোষের হাত ধরে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছিলেন বালুরঘাটের চিঙ্গিশপুর পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চমী বর্মন। বিজেপির এক পঞ্চায়েত সমিতির সদস্যাকে দলে টেনে নিয়ে ওই এলাকা থেকে ধীরে ধীরে বিজেপিকে মুছে দেওয়ার ডাকও দিয়েছিলেন অর্পিতা ঘোষ। কিন্তু ওনার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিলে দক্ষিণ দিনাজপুরের বিজেপি সভাপতি শুভেন্দু সরকার। এদিন জেলা সভাপতি শুভেন্দু সরকারের হাত ধরে ফের বিজেপিতে ফিরে আসেন বালুরঘাটের চিঙ্গিশপুর পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চমী বর্মন। বিজেপিতে যোগ দেওয়ার পর পঞ্চমী বর্মন জানান, ওনাকে ভুল বুঝিয়ে বিজেপি থেকে তৃণমূলে নিয়ে গেছিলেন অর্পিতা ঘোষ। কিন্তু নিজের ভুল শুধরে ফের বিজেপিতে চলে আস

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বানাচ্ছেন প্ল্যান, উপত্যকায় খুব তাড়াতাড়ি হতে চলেছে কাশ্মীরি পণ্ডিতদের ঘর ওয়াপসি Bangla News

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং ওনার স্বরাষ্ট্র মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকদের টিম উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের ঘর ওয়াপসির জন্য যুগান্তকারী রণনীতি বানাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পদস্থ সুত্র জানান, অমিত শাহ এই ব্যাপারে গত এক মাসে স্বরাষ্ট্র মন্ত্রকের কাশ্মীরি ডিভিশন এর প্রধান আধিকারিকদের সাথে বেশ করেকবার বৈঠক করে ফেলেছেন। অমিত শাহ জম্মু কাশ্মীরে সক্রিয় রণনীতির সাথে বাহারি এবং অন্দরের সন্ত্রাসবাদের সাথে মোকাবিলা করে কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন করাতে চান। ১৯৮৯ সালের পর থেকে কাশ্মীরে কট্টরপন্থী দের অত্যাচারে প্রায় তিন লক্ষ কাশ্মীরি পণ্ডিত তাঁদের ঘরবাড়ি ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছিল। সুত্র জানায় যে, কেন্দ্র সরকার উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের জন্য সুরক্ষিত বসবাস যোগ্য এলাকা বানানোর প্ল্যান করছে। এই পরিকল্পনা এর আগে ২০১৫ সালে কাশ্মীর সরকার দ্বারা নেওয়া পদক্ষেপের থেকেও বেশি কার্যকারী হবে। পুনর্বাসন যোজনা ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রী কল্যাণকারী যোজনা গুলোতেও নজর রাখছেন। বিশেষ করে সন্ত্রাসবাদ প্রভাবিত রাজ্যে বসবাসকারী বিধবা, সন্ত্রাসবাদের শিকার হওয়া মানুষ, বিকলাঙ্গ আর প্রবীণ নাগরিক সম্বন্ধ

আজ ‘একুশে” অনুপস্থিত তৃণমূলের সাতজন বিধায়ক, চরম চিন্তায় তৃণমূল নেতৃত্ব Bengali News

আজ তৃণমূল নেতৃত্বের কাছে সবথেকে বড় দিন। ক্ষমতায় আসার পর থেকে বেশ ঘটা করে আজকের দিন পালন করছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। লোক বাড়ানোর জন্য নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। কিন্তু এবছরের শহীদ সমাবেশে তৃণমূলের চিন্তা লাগাতার বেড়েই চলেছে। কারণ অনান্য বছরের তুলনায় এবছরে লোক হওয়া নিয়ে সংশয়ে তৃণমূল নেতৃত্ব। গত লোকসভা ভোটে উত্তর বঙ্গে তৃণমূলের ভরাডুবির ফলে সেখান থেকে এবার ২১-র সভায় লোকের সমাগম বেশি হচ্ছে না। আরেকদিকে জঙ্গলমহলে তৃণমূলের শক্তি অনেক কমেছে। ঝাড়গ্রাম থেকে কলকাতায় আসার জন্য বিশেষ বন্দোবস্ত করা হলেও, লোক পাওয়া যাচ্ছেনা। শিয়ালদহ স্টেশনে ২০০ টি বাসের ব্যাবস্থা করা হলে, শুক্রবার রাত পর্যন্ত ২৫-৩০ টি বাসই রওনা দিয়েছে। আর তাঁর মধ্যে গোদের উপর বিষফোঁড়া হচ্ছে, এবার ২১ এ জুলাইয়ের সমাবেশে উপস্থিত থাকছেন না তৃণমূলের সাত বিধায়ক। সাত জনের মধ্যে পাঁচ জন বিধায়ক নোয়াপাড়ার সুনীল সিং, লাভপুরের মনিরুল ইসলাম, বনগাঁ উত্তরের বিশ্বজিৎ দাস, বীজপুরে শুভ্রাংশু রায়, কালচিনির উইলসন চম্পামারি ইতিমধ্যে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। আর দুজন বিধায়ক হলেন কলকাতার প্রাক্তন মেয়র বেহালা পূর্বের বি

মধুর প্রতিশোধ! যোগীকে আটকেছিল মমতা, এবার তৃণমূলের প্রতিনিধি দলকে বিমান বন্দরে আটকে দিলো যোগী Latest Bengali News

যোগী আদিত্যনাথ শাসিত উত্তর প্রদেশের সোনভদ্রে  জমি সংঘর্ষে মৃত পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের নেতৃত্বে তৃণমূলে প্রতিনিধি দল। সকালে বারাণসী বিমান বন্দরে নামার সাথে সাথেই তৃণমূলের প্রতিনিধি দলকে সেখানেই আটকে দেওয়া হয়। এই ঘটনার পরে বারাণসী বিমান বন্দর থেকে ভিডিও বার্তার মাধ্যমে ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি জানান, ওপরতলার নির্দেশ মেনেই এহেন কাজ করেছে উত্তর প্রদেশের পুলিশ আধিকারিক। ডেরেক অভিযোগ করে জানান, আমরা সোনভদ্রে নিহত পরিবারের সাথে দেখা করে, তাঁদের পাশে দাঁড়াতে যাচ্ছিলাম। তাঁদের সবরকম সাহায়তার জন্য এগিয়ে এসেছিলাম আমরা। কিন্তু যোগীর নির্দেশে আমাদের সেখানে যাওয়া তো দূরের কথা, আমাদের বিমান বন্দর থেকেই বের হতে দেয়নি উত্তর প্রদেশ পুলিশ। ডেরেক এবং তৃণমূল এই ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন। কিন্তু ওনার ক্ষোভ উগড়ে দেওয়া কি আদৌ যুক্তিযত? কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এইরকম আচরণ তো মমতা ব্যানার্জীর থেকেই শেখা। কারণ লোকসভা ভোটের তারিখ ঘোষণার আগে এরাজ্যে যোগী আদিত্যনাথের পরপর তিনটি সভা আটকে